Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবি ও সেবা ডট এক্সওয়াইজেড এর মধ্যে চুক্তি সই


১৮ জুলাই ২০১৮ ১২:০০

|| সারাবাংলা ডেস্ক ||

ঢাকা: মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি এবং দ্রুত জনপ্রিয় হওয়া ডিজিটাল স্টার্ট-আপ কোম্পানি সেবা ডট এক্সওয়াইজেড এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি সই হয়েছে।

সোমবার (১৬ জুলাই) রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং সেবা ডট এক্সওয়াইজেড’র সিইও আদনান হালিম রবি কর্পোরেট অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি সই করেন।

এ চুক্তির ফলে সেবা ডট এক্সওয়াইজেড’র গ্রাহকেরা রবি ওয়াক ইন সেন্টার অথবা রবি সেবা পয়েন্টে এসে নিবন্ধিত হতে পারবেন। পাশাপাশি সেবা ডট এক্সওয়াইজেড’র ভোক্তারা রবি’র সেবা গ্রহণ করতে এবং রবি নেটওয়ার্কে ইন্টারনেট চার্জ ছাড়া সেবা অ্যাপ ব্যবহার করতে পারবেন।

এছাড়া সেবা ডট এক্সওয়াইজেড’র গ্রাহকদের বাসা-বাড়িতে সেবা প্রদানকালে রবি’র এজেন্ট হিসেবে কাজ করবে এবং গ্রাহকদের ইজিলোড সেবা প্রদান করবে। রবি গ্রাহকদের এমন অভিজ্ঞতা ও সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এ বছরের মধ্যে আরও বেশি সংখ্যক এজেন্ট নিয়োগ করবে অপারেটরটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র নিউ বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কোলাবরেশনের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী, কাস্টমার এক্সপেরিয়েন্সের জেনারেল ম্যানেজার (জিএম) শামস আরিফিন চৌধুরী, নিউ বিজনেসের জিএম সাখাওয়াত হোসেন এবং অলটারনেটিভ চ্যানেলের ম্যানেজার রোনাল্ড রনি বইদ্য।

এছাড়া সেবা ডট এক্সওয়াইজেড এর চিফ অপারেটিং অফিসার ইলমুল হক সজিব, অপারেশন ম্যনেজার তাজুল ইসলাম এবং নিউ বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট লিডের মেহাদ উল হক উপস্থিত ছিলেন।

যৌথ এ উদ্যোগটি প্রাথমিকভাবে ঢাকায় শুরু হবে। রবিকে ডিজিটাল কোম্পানি হিসেবে সম্প্রসারণ করতে খুব শীঘ্রই সেবা অ্যাপে রবি রিচার্জ ফিচারটি যোগ করবে সেবা ডট এক্সওয়াইজেড। চুক্তির আওতায় ভবিষ্যতে বিভিন্ন সময়ে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার ও ক্যাম্পেইন নিয়ে আসবে রবি ও সেবা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর