Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনশন ভাঙাতে শহীদ মিনারে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী


২৫ ডিসেম্বর ২০১৭ ১৭:১৫ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:৪৯

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনশন ভাঙাতে কেন্দ্রীয় শহীদ মিনারে গেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। সোমবার বিকেল ৫টার পর তিনি অনশনস্থলে যান।

গত শনিবার থেকে দাবি আদায়ে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করে। সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের এক দাবিতে এ কর্মসূচি শুরু করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অাসা কয়েক হাজার শিক্ষক। সোমবার ছিল আন্দোলনের তৃতীয় দিন। এদিন অসুস্থ হয়ে পড়েন ৪০ জন শিক্ষক।

এর আগে সোমবার দুপুর ৩টার দিকে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। মন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেন সহকারী শিক্ষকরা। মন্ত্রীর হেয়ার রোডের বাসভবনে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে শিক্ষক প্রতিনিধিদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমরা আপনাদের দাবি মেনে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণায়গুলোর সঙ্গে বসব। বেতন স্কেলসহ অনেকগুলো বিষয় এর সঙ্গে জড়িত। সেক্ষেত্রে আপনাদের দাবিগুলোর মধ্যে যেগুলো যৌক্তিক সেগুলো নিয়ে আলোচনা করব।

সারাবাংলা/একে

আরও পড়ুন:

* মন্ত্রীর আশ্বাসে অনশন ভাঙছেন শিক্ষকরা

অনশন প্রাথমিক শিক্ষক শহীদ মিনার

বিজ্ঞাপন

প্লেব্যাক করলেন মোশাররফ করিম
২২ জানুয়ারি ২০২৫ ১৮:০৬

আরো

সম্পর্কিত খবর