‘বিএনপির আন্দোলন এবার কোটার কাঁধে সওয়ার’
১৭ জুলাই ২০১৮ ১৫:২৬ | আপডেট: ১৭ জুলাই ২০১৮ ১৫:৩৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ : বিএনপির ঈদ পরবর্তী সর্বাত্মক আন্দোলন শেষ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের কাঁধে এসে সওয়ার হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জে দ্বিতীয় মেঘনা সেতু নির্মাণ প্রকল্পের কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে একথা বলেন মন্ত্রী। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারন বিষয়ক সভাটি অনুষ্ঠিত হয়।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘এখন বিএনপি নেতাদের স্বপ্নের আরেকটা ঈদও অবশেষে ভেস্তে গেল। রমজানের ঈদের পর সর্বাত্মক আন্দোলন, ঈদ পরবর্তী সর্বাত্মক আন্দোলন অবশেষে কোটার কাঁধে এসে সওয়ার হয়েছে।’
কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়ার শারিরীক অবস্থা নিয়ে বিএনপি যে কত নোংরা রাজনীতি করে সেটা কিন্তু এর মধ্যে স্পষ্ট হয়ে গেছে। এখন তারা আসলে বেগম জিয়ার শারিরীক অবস্থা, বেগম জিয়ার চিকিৎসাটা তাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা বেগম জিয়ার শারিরীক অবস্থা নিয়ে রাজনীতির ইস্যু খুঁজে বের করা।’
আসন্ন ঈদুল আজহার প্রধান লক্ষ্য দুর্ঘটনা রোধ করা হবে বলে জানান মন্ত্রী। এসময় যানজটর নিরসন ও দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভায় সড়ক পরিবহন ও মহসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান ফরিদ আহমেদসহ পরিবহন মালিক সমিতি, বিজেএমইএ নেতা, পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসএমএন