Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাবের চেকপোস্টে হামলাচেষ্টা মামলার প্রতিবেদন ২৭ আগষ্ট


১৭ জুলাই ২০১৮ ১৪:১০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর খিলগাঁও থানাধীন র‌্যাবের চেকপোস্টে হামলাচেষ্টার ঘটনায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৭ আগষ্ট দিন ঠিক করেছেন আদালত ।

মঙ্গলবার (১৭ জুলাই) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

গত বছর ১৮ মার্চ ভোরে খিলগাঁওয়ের শেখের জায়গায় মোটরসাইকেলে করে বিস্ফোরকসহ র‌্যাব-৩ এর চেকপোস্টে অনুপ্রবেশের চেষ্টা করেন এক ব্যক্তি। এ সময় সেখানে থাকা র‍্যাব সদস্যরা গুলি চালালে হামলাকারী গুরুতর আহত হন। একই সঙ্গে আহত হন ২ র‍্যাব সদস্য। পরবর্তীতে আহত হামলাকারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওইদিন রাতে র‌্যাবের-৩ এর ডিএডি কাজী হাসানুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলা নাম্বর-৪৩(৩)১৭। এরপর মামলার এজাহার আদালতে পৌঁছালে আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

সারাবাংলা/এআই/এমআই

চেকপোস্টে হামলাচেষ্টা র‍্যাব