Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএসপিএবি’র আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে ২ আগস্ট


১৬ জুলাই ২০১৮ ২২:৩০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী ২ আগস্ট শুরু হচ্ছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (সেনগ) ইন্টারনেট বিষয়ক ৩২তম আন্তর্জাতিক সম্মেলন। চলবে ১০ আগস্ট পর্যন্ত। এর আয়োজন করছে বাংলাদেশ ইন্টারনেট সেবাদাতা সংস্থা- আইএসপিএবি।

সংগঠনটি জানায়, রাজধানীর খিলক্ষেতে লা মেরেডিয়ান হোটেলে চলবে ৯ দিনব্যাপী এই সম্মেলন। এতে দেশি-বিদেশি প্রায় দুই হাজার ইন্টারনেট প্রকৌশলী, নেটওয়ার্ক বিশেষজ্ঞ, সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, ইন্টারনেট ব্যবসায়ী অংশ নেবেন।

একইসঙ্গে অনুষ্ঠিত হবে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ৯ম সম্মেলন। সম্মেলন আয়োজনে সার্বিক সহযোগিতা করবে বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি)। সম্মেলনে অংশ নেওয়া অতিথিরা প্রযুক্তিগত, সামাজিক ও পেশাগত উন্নয়নে ইন্টানেটের নানা বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরবেন। ২ থেকে ৬ আগস্ট প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পেশাগত দক্ষতা উন্নয়নে কর্মশালার অনুষ্ঠিত হবে। কর্মশালা পরিচালনা করবেন দেশীয় এবং বিদেশি বিশেষজ্ঞরা।

এরপর ৭ ও ৮ আগস্ট একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সেনগ টিউটোরিয়াল। এতে রাউটিং, ডাটা সেন্টার, সুইচিং টেকনোলজি, সিকিউরিটি, ডস মাইগ্রেশান, ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট, মোবাইল ইন্টারনেট ছাড়াও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ের ওপর উপস্থাপনা থাকবে।

শেষ দুই দিনে (৯ ও ১০ আগস্ট) অনুষ্ঠিত হবে সেনগ ৩২ এর মূল কনফারেন্স। তাতে প্ল্যানারিসহ মোট ৬টি সেশন থাকবে। এসব আয়োজনে বিশেষজ্ঞরা ইন্টারনেটখাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন।

বিজ্ঞাপন

আগামী ২৫ জুলাই‌ পর্যন্ত সেনগের ওয়েবসাইট (www.sanog.org/sanog32) থেকে আগ্রহীদের নিবন্ধন করতে অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটি।

সোমবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে আইএসপিএবি।

সারাবাংলা/জেএ/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর