Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদার হুঙ্কার খাঁচায় আবদ্ধ সিংহের মতো : হাছান মাহমুদ


২৫ ডিসেম্বর ২০১৭ ১৪:৩৬

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা :  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া হুঙ্কার চিড়িয়াখানায় আবদ্ধ সিংহের মতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী হকার্স লীগের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না বিএনপি নেত্রীর এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘বেগম জিয়ার এই বক্তব্যে আবারও জালাও-পোড়াও  এর আভাস আমরা পেয়েছি। তিনি আবার বাংলাদেশকে অস্থিতিশীল করার হুঙ্কার দিলেন।’

বাংলাদেশ এখন পাকিস্তানি ধারায় চলছে খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘আমি আশা করেছিলাম গতকাল মুক্তিযোদ্ধাদের সমাবেশে গিয়ে তিনি বলবেন, যুদ্ধের সময় তিনি পাকিস্তানিদের সেনানিবাসে কেন ছিলেন, কেন ৯১-এর নির্বাচনে বেগম খালেদা জিয়াকে ৫ কোটি টাকা পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার কাছ থেকে গ্রহণ করেছিলেন। কেন তিনি সমস্ত প্রটোকল ভেঙে পাকিস্তানের একজন সেনা কর্মকর্তা জেনারেল জানজুয়ার মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছিলেন। কেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান ক্যান্টনমেন্টে থেকে আবার মুক্তিযোদ্ধাদের সমাবেশে গিয়ে তিনি মুক্তিযোদ্ধাদের উপহাস করেছিলেন।’

৫ জানুয়ারি সকল নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আপনি হুঙ্কার দিলেন, জনগন আপনাদের সেই সুযোগ আর দেবে না।’

সারাবাংলা/ এমএমএইচ/এমএইচটি

হাছান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর