Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৫ ১০:০৯

ছবি: আলজাজিরা

লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি জায়গায় দখলদার ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। যেসব এলাকা হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত এই হামলা চালানো হয়েছে সেখানেই। সোমবার মধ্যরাতে এ হামলা চালায় ইসরায়েল।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

X-তে প্রকাশিত এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা হিজবুল্লাহর সাথে সম্পর্কিত বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে, যার মধ্যে তাদের অভিজাত রাদওয়ান ফোর্সের ব্যবহৃত একটি বিশেষ অভিযান প্রশিক্ষণ কম্পাউন্ডও রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে যে বেশ কয়েকটি ভবন এবং একটি রকেট নিক্ষেপের স্থানও আঘাত হেনেছে।

বিজ্ঞাপন

ইসরায়েল এবং লেবানন তাদের যুদ্ধবিরতি তদারকির জন্য নিযুক্ত একটি সামরিক কমিটিতে বেসামরিক দূত পাঠানোর কয়েকদিন পর এই হামলা চালানো হয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক মাস ধরে দাবির প্রতি একটি পদক্ষেপ, যা দুই দেশকে তাদের আলোচনা সম্প্রসারণের জন্য আহ্বান জানিয়ে আসছে।

লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন শুক্রবার বলেছেন যে তার দেশ “ইসরায়েলের সাথে আলোচনার বিকল্প গ্রহণ করেছে”, এবং আলোচনার লক্ষ্য ছিল তার দেশের উপর ইসরায়েলের অব্যাহত আক্রমণ বন্ধ করা।

২০২৪ সালে ওয়াশিংটনের মধ্যস্থতায় বর্তমান যুদ্ধবিরতি ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষের অবসান ঘটিয়েছে।

কিন্তু ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।

নভেম্বরে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে শিশুসহ কমপক্ষে ১২৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে এই হামলা “যুদ্ধাপরাধ” এর সমান।

সারাবাংলা/এএ