Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরাকে চেকপোস্ট বসিয়ে আইএসের গুলি, নিহত ৫


২৫ ডিসেম্বর ২০১৭ ১৩:১৩

সারাবাংলা ডেস্ক

ইরাকের উত্তরাঞ্চলে কিরকুক প্রদেশে রোববার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, রিয়াদ ও হাওয়াইজাহ শহরের সংযোগ সড়কে আইএস ভুয়া চেকপয়েন্ট বসিয়ে একটি গাড়িকে থামায়। গাড়িতে সে সময় পাঁচজন আরোহী ছিল। জঙ্গিরা সকলকে গুলি চালিয়ে হত্যা করে। নিহতদের মধ্যে পুলিশ স্টেশনের প্রধানও রয়েছেন।

পুলিশ জানিয়েছেন, হামলার পর জঙ্গিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে।

এর আগে ৯ ডিসেম্বর ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদী আনুষ্ঠানিকভাবে তার দেশকে আইএসমুক্ত ঘোষণা করে বলেন, ইরাকী বাহিনী আইএস দখলকৃত পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

সারাবাংলা/ এমএইচটি

আইএস

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর