২১ পেরিয়ে এটিএন বাংলা
১৪ জুলাই ২০১৮ ১৭:৫৬ | আপডেট: ১৪ জুলাই ২০১৮ ১৮:০৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
বাংলাদেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা। ১৯৯৭ সালের ১৫ জুলাই যাত্রা শুরু করে চ্যানেলটি। এরপর সময়ের অলিগলি পেরিয়ে এটিএন বাংলা পার করে ফেলেছে ২১টি বসন্ত। আগামীকাল (১৫ জুলাই) দেশের জনপ্রিয় এই চ্যানেল পা দিচ্ছে ২২তম বছরে। এ উপলক্ষে এটিএন বাংলার পর্দায় এবং প্রতিষ্ঠানটির কারওয়ান বাজারস্থ কার্যালয়ে দুইদিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
সকাল থেকে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের ফুলের শুভেচ্ছা গ্রহণ সরাসরি প্রচার করা হবে। বিকেল পাঁচটায় প্রচার করা হবে বিশেষ তথ্যচিত্র ‘আমি তোমাদেরই লোক’। এছাড়া আহসান আলমগীরের রচনা ও মোহন খানের পরিচালনায় রাত এগারোটায় বিশেষ টেলিছবি ‘একটি সাজানো বাগানের গল্প’ প্রচার করা হবে। টেলিছবিটিতে অভিনয় করেছেন ডিএ তায়েব, পিয়া আমান, রিমি করিম, জাহিদ হোসেন শোভন।
পরদিন ১৬ জুলাইও চ্যানেলে প্রতিষ্ঠাবাষির্কীর রেশ থাকবে। এদিন সন্ধ্যা সাতটার সংবাদের পর সরাসরি সম্প্রচার করা হবে বিশষে সংস্কৃতি অনুষ্ঠান ‘দুই ১০ দুই ২২’। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, শুভ্রদেব, বাপ্পা মজুমদার, ইভা রহমান, আঁখি আলমগীর এবং কণা। এছাড়া লিখন রায়ের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, তানজিন তিশা ও নাদিয়া-লিখন জুটি।
সারাবাংলা/আরএসও/পিএম