Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ম নিয়ে উস্কানিমূলক বক্তব্য না দিতে নারায়ণ চন্দ্রের অনুরোধ


১৪ জুলাই ২০১৮ ১৫:৫৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নোয়াখালী : ধর্ম নিয়ে কোনো উস্কানিমূলক বক্তব্য না দিতে রাজনৈতিক নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

শনিবার (১৪ জুলাই) নোয়াখালীতে সাতদিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের আলোচনা সভায় মন্ত্রী এ অনুরোধ করেন।

নারায়ন চন্দ্র চন্দ বলেন, ‘সাধারনভাবে আমরা কেউই সাম্প্রদায়িক নই। কিছু ধর্মীয় চেতনার কথা বলে কিছু ধর্মীয় চেতনার লোক, ধর্মীয় লাইনের কথা বলেন তারা বিভিন্নভাবে উস্কানি দিয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেন। লোক তখন বিভ্রান্ত হয়। ধর্মীয় আবেগে অনেকসময় ভুল পথে চলে যায়। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কিছু কিছু দল এই ধর্মীয় স্লোগানটিকে ব্যবহার করে তারা সহজেই রাজনীতি করতে চায়।’

সকল ধর্মের নেতাদের এই ধরনের উস্কানিমূলক বক্তব্য না দিয়ে সম্প্রীতির কথা বলতে অনুরোধ করেন মন্ত্রী।

হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সাবেক ট্রাস্ট্রি তপন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় রথযাত্রা উৎসবে আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অহিদুজ্জামান, চৌমুহনীর পৌর মেয়র আকতার হোসেন ফয়সল, নোয়াখালী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিনয় কিশোর রায়, পূজা উৎযাপন পরিষদের সভাপতি রতন লাল সাহাসহ অন্যরা।

সারাবাংলা/এসএমএন

ধর্ম নারায়ণ চন্দ্র চন্দ নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর