৫ সেপ্টেম্বর ডিরেক্টরস গিল্ডের নির্বাচন
১৪ জুলাই ২০১৮ ১৪:৩৯ | আপডেট: ১৪ জুলাই ২০১৮ ১৪:৪৬
স্টাফ করেসপন্ডেন্ট ।।
আসছে ৫ সেপ্টেম্বর ডিরেক্টর’স গিল্ডের ২০ সদেস্যর কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেন আজ (১৪ জুলাই, শনিবার) দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ও নির্মাতা কাওসার চৌধুরী।
ঘোষিত তফসিল অনুযায়ী পহেলা আগস্ট থেকে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। আর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৬ আগস্ট। ৫ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। ডিরেক্টর’স গিল্ডের নীতিমালা অনুযায়ি প্যানেলভিত্তিক নির্বাচন করা যাবেনা।
এছাড়া তফসিল অনুযায়ী ১৪ জুলাই ডিরেক্টর’ গিল্ডের পূর্ণ সদস্য তালিকা প্রকাশ করা হয়। ৩০ জুলাই প্রকাশিত হবে পূর্ণাঙ্গ ভোটার তালিকা। এর আগে ২৬ জুলাইয়ের মধ্যে সদস্যের চাঁদা পরিশোধের অনুরোধ জানানো হয়েছে। আর ডিরেক্টরস গিল্ডের ওয়েবসাইট থেকে নির্বাচন তফসিলের পিডিএফ ডাউনলোড করা যাবে।
সারাবাংলা/পিএম