Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রী পাবনা যাচ্ছেন সুখবর দিতে


১৩ জুলাই ২০১৮ ১৬:৫৫ | আপডেট: ১৩ জুলাই ২০১৮ ১৭:২৩

।। ইমরোজ খোন্দকার বাপ্পি, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

পাবনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনা যাচ্ছেন শনিবার। সেখানে রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ব্যাচে কংক্রিট ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলা জুড়ে এখন সাজ সাজ রব। ব্যানার, ফেস্টুন, আলোকসজ্জা আর তোরণে পাবনা সেজেছে নতুন সাজে। পাবনা সার্কিট হাউজ, পুলিশ লাইনস মাঠে চলছে শেষ সময়ের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।

বিজ্ঞাপন

এ দিন প্রকল্প উদ্বোধনের পর বিকেলেই প্রধানমন্ত্রী পাবনা জেলা আওয়ামী লীগ আয়োজিত পুলিশ লাইন মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সেখানে ৫১টি নানা উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উদ্দীপনা। পাবনাবাসীর জন্য প্রধানমন্ত্রী আরো নতুন উন্নয়নের ঘোষণা দেবেন এমন প্রত্যাশা তাদের।

প্রধানমন্ত্রীর পাবনায় আসার দিনক্ষণ ঠিকঠাক হওয়ার পরপরই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। আওয়ামী লীগের জেলা কমিটি, উপজেলা কমিটি, পৌর কমিটি এমনকি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পর্যায়ে সভা সমাবেশ উঠোন বৈঠক চলছে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে। প্রধানমন্ত্রীর এই জনসভাকে নির্বাচনী জনসভা বলে আখ্যায়িত করছে অনেকেই। তৃণমূল নেতাকর্মীরা বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতাও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। পাড়া মহল্লা, হাটবাজার ও রাস্তাঘাটে দৃশ্যমান বড়বড় প্লাস্টিক সাইন বোর্ড, তোরণ, ব্যানার, ফেস্টুন। চলছে মাইকযোগে ব্যাপক প্রচারণা। সাঁটানো হয়েছে পোস্টার। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দলের অঙ্গসংগঠনগুলো সরব অবস্থায় রয়েছে। আনন্দ শোভাযাত্রা, র‌্যালি বের করা হচ্ছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে দুর্ভোগের শিকার পথচারীদের একটু স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে ভাঙা চোরা, গর্তে ভরা রাস্তাঘাট মেরামতের বিষয়টি। পাবনা শহরের গুরুত্বপূর্ণ সড়কসহ পাবনা-ঈশ্বরদী, পাবনা-পাকশী রূপপুর, পাবনা-চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, আটঘরিয়াসহ বিভিন্ন সড়কগুলোতে চলছে রিপেয়ারিংয়ের কাজ। খানাখন্দ হচ্ছে ভরা। তবে এ কাজের মানে সন্তুষ্ট নন সাধারণ মানুষ। সড়ক ও জনপথ বিভাগ এবং সরকারি বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান নয়ছয় করেই কাজ করে যাচ্ছেন। তবুও এই কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে না এমন দাবি সাধারণ মানুষের।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী এ দিন পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীস্থ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় কংক্রিট ঢালাই কাজের উদ্বোধন করবেন। এরপর তিনি পাবনা পুলিশ লাইন মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এ সময় ঈশ্বরদী-পাবনা-ঢালারচর রেললাইন, ৫০০ শয্যা বিশিষ্ট পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, জেলার বিভিন্ন উপজেলার বেশ কয়েকটি ভূমি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীনিবাস, বিভিন্ন সড়ক, বড়াল নদীর উপর ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধনসহ প্রায় অর্ধশতাধিক নানা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় নেতাকর্মীরা জানান, পাবনাবাসীর স্বপ্নের নির্মাণাধীন ‘ঈশ্বরদী-পাবনা-ঢালারচর’ রেলপথ আর একই জেলায় দেশের সর্ববৃহৎ প্রকল্প রূপপুরের আলোয় সারাদেশ আলোকিত করার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনায় আসছেন। আর প্রধানমন্ত্রীর দ্বিতীয় দফায় পাবনা আগমনে এ জেলাবাসীর মাঝে বিপুল উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাবনা জনসভা নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও সংবর্ধনা দেওয়ার পাশাপাশি দলীয় সভা, জনসভাকে সফল করতে দলীয় কার্যালয়ে, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাবনাবাসী এখন প্রধানমন্ত্রীকে সাদরে গ্রহণের অপেক্ষায় রয়েছে।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, প্রধানমন্ত্রীর আগমন ও জনসভা শান্তিপূর্ণভাবে শেষ করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

গত বছরের ৩০ নভেম্বর ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প’র প্রথম চুল্লি প্রথম কংক্রিট ঢালাই এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/এমএইচ

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

পাবনা পারমাণবিক_বিদ্যুৎকেন্দ্র প্রধানমন্ত্রী রূপপুর শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর