মায়ের কোল থেকে পড়ে মৃত্যু : বন্দুকযুদ্ধে ছিনতাইকারী গুলিবিদ্ধ
২৫ ডিসেম্বর ২০১৭ ০৯:২৯ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:৪৭
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা : যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আমির হামজা (২৬) নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। তাকে জাতীয় অর্থপেডিক ও পুনর্বাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দয়াগঞ্জে ছিনতাইকারীর কবলে পড়ে ৫ মাসের শিশু আরাফাত মৃত্যুর ঘটনায় আমির হামজার সম্পৃক্তততা রয়েছে।
যাত্রাবাড়ী থানার এসআই মফিজ উদ্দিন প্রথমে আমিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে চিকিৎসকরা তাকে অর্থপেডিক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
আমিরের পায়ে ও হাঁটুতে গুলি লেগেছে বলে জানান এসআই।
সারাবাংলা/ইউজে/একে