জাতীয় ফুল, প্রিয় সবজি
১৩ জুলাই ২০১৮ ০৮:৩০ | আপডেট: ১৩ জুলাই ২০১৮ ০৯:৩৪
শুকিয়ে যাচ্ছে খাল-বিল। খুব একটা দেখাও মেলে না জাতীয় ফুলের। এককালে যেখানে শাপলা জন্মাতো এখন সেখানে খটখটে মাঠ, না হয় মানুষের আবাস। তবে পুরোপুরি বিলীন হয়নি, এখনো কিছু বিলে ফোঁটে রাশি রাশি শাপলা। সেগুলো তুলে বাজারে বিক্রি করে কিছু বাড়তি আয়ও করে অনেক। আমাদের জাতীয় ফুল আবার পছন্দের সবজির তালিকায় রয়েছে অনেকের।
মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার কুমপাড়া সাতগাঁও থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।
রাতের আধারে ফোটে শাপলা ফুল।
এরপর, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুটিয়ে ফেলে পাঁপড়ি।
ভোরের আলো ফোটার পরপরই তারা বেরিয়ে পড়ে শাপলা তুলতে।
রোদের তীব্রতা বাড়ার আগেই শেষ করতে হয় শাপলা তোলার কাজ।
ভালো করে ধুয়ে আটি বাঁধা হয় বিক্রির উদ্দেশ্যে।
আমাদের জাতীয় ফুল, অনেকের প্রিয় সবজিও।
শিশুদের খেলার অনুসঙ্গ হিসেবেও শাপলার রয়েছে নানা ব্যবহার।
সারাবাংলা/এমআই/এএস