Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোরিকশা ছিনতাই হলো, চালকের প্রাণও গেল


২৫ ডিসেম্বর ২০১৭ ০৯:০৯ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:৪৭

ঢামেক করেসপন্ডেন্ট

ঢাকা : কেরানীগঞ্জের জিনজিরায়  চালককে ছুরিকাঘাত করে তার অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা। আহত চালক সুবেল হাওলাদার (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক সুবেলকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহতের শরীরে বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহত সুবেল মাদারীপুরে রাজৈর উপজেলার মৃত আবদুর রব হাওলাদের ছেলে। পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের জোড়পুকুর এলাকায় থাকতেন সুবেল।

সুবেলের ভাই রুবেল হাওলাদার সারাবাংলাকে জানান, ভোর সাড়ে ৪টার দিকে তার ভাই অটোরিকশা নিয়ে বের হন। কিছুক্ষণ পর পরিচিত দুইজন যুবক তার ভাইকে রক্তাক্ত অবস্থায় বাসায় দিয়ে যান। সেখান থেকে সুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রুবেল আরও জানান, আশেপাশে অটোরিকশাটি খোঁজা হয়েছে, পাওয়া যায়নি।

সারাবাংলা/এসএ/একে

অটোরিকশা ছিনতাই ছিনতাইকারী ছুরিকাঘাত ঢামেক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর