Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা সবাই রাজা


১২ জুলাই ২০১৮ ১৯:৩৬ | আপডেট: ১২ জুলাই ২০১৮ ১৯:৩৭

সড়কে চলাচলে কিছু নিয়ম থাকলেও মানে না কেউ। সারাক্ষণ সড়কজুড়ে লেগে থাকে একে অপরের আগে যাওয়ার চেষ্টা। পাথচারী আর যানবাহনের অসম প্রতিযোগিতায় মুখ থুবড়ে পড়ে পুরো সড়ক ব্যবস্থা। মাঝে মাঝে ঘটে দুর্ঘটনাও। এর জন্য এককভাবে যানবাহনের ওপর দোষ চাপানো চলে না, দায়ভার অনেকটা পথচরীদেরও থাকে।

রাজধানীর শাহবাগ থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলা ফটো করেসন্ডেন্ট সুমিত আহমেদ।

ব্যস্ত সড়কে চলন্ত গাড়ীগুলোকে পাশ কাটিকে ভো-দৌঁড় সাধারণ দৃশ্য।

কিছু পথচারী সিগনালের অপেক্ষা না করেই পার হয় রাস্তা।

একটু সুযোগ পেলেই ছুটে চলা।

কার বেশি তাড়া গাড়ির না পথচারীর?

মুখোমুখী থমকে দাঁড়ায়, সামনে এগুনোর পথ নেই কারও।

সেখানে ইচ্ছা সেখানেই বাস থামিয়ে যাত্রী তোলে লোকাল বাসগুলো।

যানজটে থেমে থাকা গাড়িগুলোর মধ্য দিয়ে পার হয় পথচারী। হঠাৎ গাড়ী চলতে শুরু করলে বিপদে পড়তে হয়।

গাড়ী আর পথচরীদের গা ঘেষাঘেষী করে চলা।

সুযোগ পেলে এক দৌঁড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা

মাঝে মাঝেই তালগোল পাকিয়ে ফেলে গাড়িগুলো।

একটু অপেক্ষার বদলে ঝুঁকি নিয়ে পারাপার।

সারাবাংলা/এমআই

ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর