Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যৌন হয়রানি হলে গাড়ির রুট পারমিট বাতিল’


১১ জুলাই ২০১৮ ২০:২০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: গণপরিবহনে কোনো নারী যৌন হয়রানির শিকার হলে ওই গাড়ির রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সংক্রান্ত অভিযোগে এরই মধ্যে একটি গাড়ির রুট পারমিট বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (১১ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে জাসদ দলীয় সংরক্ষিত আসনের সদস্য বেগম লুৎফা তাহেরের ৭১ বিধিতে উত্থাপিত নোটিশের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘গণপরিবহনে নারী ও প্রতিবন্ধীদের নিরাপদে যাতায়াতের জন্য প্রতিটি বাসে ৯টি আসন সংরিক্ষত রয়েছে। যেসব গণপরিবহনে যৌন হয়রানি হচ্ছে, সেগুলো চিহ্নিত করে রেজিস্ট্রেশন ও রুট পারমিট বাতিলের ব্যবস্থা আছে। এরকম অভিযোগের ভিত্তিতে ২০১৭ সালের ২৫ অক্টোবর ঢাকা মেট্রো গ-১৪-৩৯৬৩ নম্বর গাড়িটির রুট পারমিট বাতিল করা হয়েছে।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘নারীদের জন্য নিরাপদ যানবাহন ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমানে বিআরটিএ ১৫টি রুটে ১৮টি বাস চালিয়ে থাকে। অতি সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামের জন্য আরও দুইটি করে বাস চালু করা হয়েছে। সব মিলিয়ে নারীদের জন্য এখন ২২টি বাস চলছে। আসছে অক্টোবরে বিআরটিসি’র বহরে নতুন ১১শ গাড়ি যুক্ত হলে নারীদের জন্য বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, সম্প্রতি নারীদের জন্য বেসরকারি ব্যবস্থাপনাতেও বিশেষায়িত বাস চালু হয়েছে। দোলনচাঁপা নামের এই সেবায় শিগগিরই আরও আটটি বাস যুক্ত হবে। নারীদের জন্য নতুন এই বাস সার্ভিস সবার মন জয় করেছে। এই বাসের ড্রাইভার, কন্ট্রাক্টরও নারী। তাই এসব গাড়িতে উঠে নারীরা নিরাপদ বোধ করছেন।’

বিজ্ঞাপন

ঢাকা মহানগরে ১০৫টি আর্টিকুলেটেড বাস চলাচল করবে এবং সেখানেও নারীদের জন্য আসন সংরক্ষিত থাকবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমি স্বীকার করি, বেসরকারি বাসগুলোতে নারীদের জন্য ৯টি আসন থাকলেও বাস্তবে এ নিয়ে তাদের অনেক বিড়ম্বনার (হ্যাসেল) মুখে পড়তে হয়। এ বিষয়ে মালিক সমিতির নেতাদের সাথে বারবার আলাপ-আলোচনা করছি। নারীদের মর্যাদা ও নিরাপত্তা যেন অক্ষুন্ন থাকে, তা নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।’

উবার ও পাঠাওয়ের মতো ২০টি রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে গণপরিবহনে আধুনিকতার ছোঁয়া লেগেছে এবং গণপরিবহন ব্যবস্থা আরও আধুনিক হচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন-

ঢাকার যানজটে পথচারীদেরও ভূমিকা আছে: কাদের

সড়ক দুর্ঘটনা নিয়ে প্রকাশিত রিপোর্ট মনগড়া: সেতুমন্ত্রী

সারাবাংলা/এনআর/টিআর

ওবায়দুল কাদের গণপরিবহন জাতীয় সংসদৎ যৌন হয়রানি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর