‘বুড়ি’গঙ্গায় ক্ষণিক যৌবন
১১ জুলাই ২০১৮ ১৯:৩৬ | আপডেট: ১১ জুলাই ২০১৮ ২২:১০
ভরা যৌবন ছিল বুড়িগঙ্গারও। তখন রাতের বেলা নদীর বুকে অসংখ্য পাল তোলা নৌকায় জ্বলতো ফানুস বাতি। নানা রঙের পালতোলা নৌকা থেকে ভেসে আসতো ভাটিয়ালি গানের সুর। সৃষ্টি হতো অপরূপ সৌন্দর্যের। বুড়িগঙ্গার সেই সৌন্দর্য আর নেই। কালের বিবর্তনে লুট হয়ে গেছে বুড়িগঙ্গার সেই সৌন্দর্য। তার পরেও প্রতি বর্ষায় হারানো যৌবন কিছুটা ফিরে আসে, কয়েক সপ্তাহের জন্য। নদীর বুকে দেখা দেয় রঙিন পালের নৌকা, মাঝিদের কণ্ঠে গান।
ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
সারাবাংলা/এমআই