Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় হাত-পা বাঁধা অবস্থায় মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


১০ জুলাই ২০১৮ ২০:৩৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বগুড়া: নিখোঁজের একদিন পর বগুড়ার শেরপুর উপজেলায় করতোয়া নদী থেকে মাছ ব্যবসায়ী আব্দুলের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুলের হাত এবং পা বাঁধা ছিল।

মঙ্গলবার (১০ জুলাই) বিকেল ৪টায় উপজেলার গোপালপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুল খানপুর ইউনিয়নের রণবীর বালা গ্রামের মৃত হামিদ সাধুর ছেলে।

আব্দুলের স্বজনরা জানান, সোমবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি আব্দুল।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বুলবুল ইসলাম জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

সারাবাংলা/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর