পায়ের চাপায় নিহত প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা অনুদান
২৪ ডিসেম্বর ২০১৭ ১৭:১৪ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:২২
স্পেশাল করেসপন্ডেন্ট
চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পায়ের চাপায় নিহত ১০ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এই অনুদানের চেক হস্তান্তর করেন।
এর আগে ৪টা ৫ মিনিটে নগরীর চশমা হিলে মহিউদ্দিনের বাসায় যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি ৪০ মিনিট অবস্থান করেন।
প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানান মহিউদ্দিনের স্ত্রী হাসিনা মহিউদ্দিন এবং দুই ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।
মহিউদ্দিন চৌধুরী গত ১৫ ডিসেম্বর মারা যান। গত ১৮ ডিসেম্বর নগরীর ১৩টি কমিউনিটি সেন্টারে মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানের আয়োজন করা হয়। এরমধ্যে রিমা কমিউনিটি সেন্টারে ভিড়ের চাপে পায়ের তলায় পড়ে দশজন নিহত হন।
মহিউদ্দিন চৌধুরীর বাসায় ওই দশ পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা হয় প্রধানমন্ত্রীর। তিনি তাদের খোঁজ খবর নেন এবং সমবেদনা প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত পরিবারগুলোকে অনুদানের চেক দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে নেভাল একাডেমিতে শীতকালীন বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন করেন।
সারাবাংলা/একে/আইজেকে