কোটা আন্দোলনকারীদের পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র : দূতাবাস
৯ জুলাই ২০১৮ ২০:৩১ | আপডেট: ৯ জুলাই ২০১৮ ২০:৩২
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: চলমান কোটা আন্দোলনকারীদের পক্ষে যুক্তরাষ্ট্র রয়েছে—জানিয়ে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেরিভাইড পেইজ থেকে এক টুইট বার্তা প্রকাশ করেছে।
সোমবার (৯ জুলাই) বিকেলে এই টুইট বার্তাটি প্রকাশ করা হয়।
বার্তায় বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধনে ভয়ানক হামলা চালানো হয়েছে। বাংলাদেশের ভবিষ্যত প্রজন্ম, যারা কি-না গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের ওপর এই হামলা হল।’
বার্তায় আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সরকার আন্দোলনকারীদের প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছে। কেন না তারা তাদের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতার জন্য শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে।’
সারাবাংলা/জেআইএল/এমআই