Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনে কাজ চলছে


২৪ ডিসেম্বর ২০১৭ ১৬:২০

স্টাফ করেসপন্ডেন্ট

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মাদকের ভয়াবহতা কমিয়ে আনতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলো সংশোধনের কাজ শুরু হয়েছে, শিগগির সংসদে উত্থাপন করা হবে।

রোববার দুপুরে রাজধানীর জিগাতলায় বিজিবি সদর দফতরে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে সংসদ সদস্য ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে ‘সীমান্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান সম্পর্কে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীরা যেন আইনের ফাঁক দিয়ে বের হয়ে যেতে না পারে সে জন্য আইন সংশোধন করা হবে। পাশাপাশি সীমান্তে মাদক পাচার বন্ধ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোস্টগার্ডের জন্য কেনা দু’টি জাহাজ ইতোমধ্যে এসে পৌঁছেছে। বিজিবিকে আরো শক্তিশালী করতে ১৫ হাজার নতুন সদস্য নেওয়া হবে।

সারাবাংলা/এসআর/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর