Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা আন্দোলন: আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে জাবিতে মিছিল


৮ জুলাই ২০১৮ ২১:৩০

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

জাবি: কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তিসহ তিন দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। তাদের বাকি দুই দাবি হলো- নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজে বের করা এবং নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা।

রোববার (৮ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে প্রীতিলতা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের সমাজ বিজ্ঞান অনুষদ, শহীদ মিনার, বটতলা, কেন্দ্রীয় গ্রন্থাগারসহ কয়েকটি আবাসিক হল প্রদক্ষিণ করে ফের প্রীতিলতা হলের সামনে এসে শেষ হয়।

মিছিলে গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন শিক্ষার্থীরা। মিছিল শেষে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক শারমিন আক্তার সাথী সাংবাদিকদের বলেন, কোটা সংস্কার আন্দোলনে হামলা অপ্রত্যাশিত। হামলাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আর আটক ভাইদের অবশ্যই নিঃশর্ত মুক্তি দিতে হবে।

এদিকে, মিছিল চলাকালে ছাত্রলীগ জাহাঙ্গীরনগর শাখার কয়েকজন নেতাকে মোটরসাইকেলে করে শোডাউন দিতে দেখা যায়। এ বিষয়ে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ বলেন, এই আন্দোলনকে পুঁজি করে শিবির ও বামপন্থীরা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে- আমাদের কাছে এমন তথ্য ছিল। এ জন্য আমরা মাঠে ছিলাম।

সারাবাংলা/টিআর

বিজ্ঞাপন

রাশেদ-অহনার ‘ভাঙ্গা সংসার’
২২ এপ্রিল ২০২৫ ১৬:২৭

আরো

সম্পর্কিত খবর