Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতুড়ির আঘাতে মেরুদণ্ডের হাড়ও ভেঙেছে তরিকুলের!


৭ জুলাই ২০১৮ ১৯:৪৮ | আপডেট: ৮ জুলাই ২০১৮ ১৪:২১

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

রাবি: কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম তারেকের মেরুদণ্ড ভেঙে গেছে, বলে জানিয়েছেন তরিকুলকে তত্ত্বাবধায়ন করা চিকিৎসক ডা. সাঈদ আহমেদ।

তিনি বলেন, ‘তরিকুলের ডান পা মারাত্মকভাবে ভেঙেছে। ওর পিঠের এক্স-রে করিয়েছি আমরা। কোমরের ঠিক উপরে মেরুদণ্ডের হাড় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে বলা যায়! ভারী কিছুর আঘাতে এমনটি হয়েছে। অপারেশন করার প্রয়োজন হবে কি-না সেটা রিপোর্ট হাতে এলে জানা যাবে। তবে তাকে দীর্ঘ সময় চিকিৎসা নিতে হবে।’

শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তরিকুল বলেন, ‘শরীরে খুব ব্যথা। মেডিসিন নিচ্ছি নিয়মিত। প্লাস্টার খোলা হয়েছে। আমার ডান হাটুর নীচে থেকে একদিকে হেলে গেছে। মনে হচ্ছে আমি কোনোদিনও সোজা হয়ে দাঁড়াতে পারব না। মেরুদণ্ডের হাড়েও খুব ব্যথা। বসতে পারছি না। কোমরের ঠিক উপরের দিকে ব্যাথা। অসহ্য যন্ত্রণা অনুভব করছি। ক্রমেই তা বাড়ছে।’

তিনি আরও জানান, একটু নড়াচড়া করলেই মনে হচ্ছে কেউ ভারী কিছু দিয়ে সেখানে আঘাত করছে।

তরিকুল বর্তমানে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় রয়েল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলার পর পাঁচদিন চিকিৎসাধীন থেকেও তরিকুলের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। হাসপাতালে তরিকুলের সঙ্গে থাকা সহপাঠীরা জানান, এখানে অনেকগুলো পরীক্ষা করানো হয়েছে। সবগুলোর রিপোর্ট এখনও হাতে আসেনি। মেরুদন্ডের হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হবে।

এদিকে তরিকুল সুস্থ হওয়ার আগেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন তরিকুলের পরিবার এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৫ জুলাই) তরিকুলকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয় বলে অভিযোগ তার বন্ধুদের।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২ জুলাই বিকালে কোটা সংস্কার আন্দোলনকারীরা রাবির প্রধান ফটকের সামনে পতাকা মিছিল বের করলে সেখানে হামলা চালায় ছাত্রলীগ। তারা রামদা, হাতুড়ি, লোহার পাইপ, বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক পেটায় তরিকুলকে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপসম্পাদক আবদুল্লাহ আল মামুনের হাতুড়ির আঘাতে তরিকুলের মেরুদণ্ডের হাড়টি ভেঙে গেছে বলে অভিযোগ তার সহপাঠীদের।

সারাবাংলা/এসএসআর/এনএইচ

কোটা সংস্কার

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর