আমরা চেয়েছিলাম চালের দাম বাড়ুক : অর্থমন্ত্রী
২৪ ডিসেম্বর ২০১৭ ১৪:০৩ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:২২
স্পেশাল করেসপন্ডেন্ট
চালের দাম বাড়ার কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমরা চেয়েছিলেম চালের দাম বাড়ুক। যেন কৃষক তার ন্যায্য মূল্য পায়। তবে যা চেয়েছিলাম তার চেয়ে বেশি বেড়ে যাওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে। আমরা চেয়েছিলাম চালের দাম যেন ৫০ টাকা পর্যন্ত ওঠে। কিন্তু তার বেশি হয়ে গেছে। ফলে কিছু সমস্যা হচ্ছে।
সচিবালয়ে রোববার গ্রামীণ ব্যাংকের লভ্যাংশ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গ্রামীণ ব্যাংকের এমডি রতনকুমার নাথ গ্রামীণ ব্যাংকের ২০১৬ সালে লভ্যাংশের ৬ কোটি ১৭ লাখ টাকার চেক অর্থমন্ত্রীকে হস্তান্তর করেন।
‘চালের দাম বাড়ায় ৫ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে গেছে’ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর জরিপ বিষয়ে মন্ত্রী বলেন, এই গবেষণা অগ্রহণযোগ্য।
গতকাল ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সানেম তার গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বলা ছিল- চালের দাম বাড়ায় দেশের দারিদ্র্য বেড়েছে ৩২ শতাংশ। ফলে আরও ৫ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গিয়েছেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গ্রামীণ ব্যাংকের চরিত্র বদল হয়েছে, ব্যাংকটি আগের চেয়ে অনেক ভালো করছে। শিগগিরই ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
সারাবংলা/জিএস/এমএ/একে