Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বয়স হয়ে গেছে, রাজপথে আন্দোলন করতে পারি না: নজরুল ইসলাম খান


৭ জুলাই ২০১৮ ১৫:৫১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: তরুণ প্রজন্মকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারামুক্ত করতে দেশের সব যুবক, তরুণ ও নারীদের সমান তালে কাজ করতে হবে। এখন আমাদের বয়স হয়ে গেছে। আমরা চাইলেও আর রাজপথে আন্দোলন করতে পারি না।

শনিবার (৭ জুলাই) রাজধানীর ভাষানী মিলয়াতনে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, শক্তি-সামর্থ্য বাড়িয়ে সামনের দিনগুলোর জন্য প্রস্তুত হতে হবে। শেখ হাসিনা কাউকে ভয় করলে সেটা বেগম খালেদা জিয়া। যে কারণে তাকে মুক্তি দিতে ভয় পাচ্ছেন।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নির্বাচন খেলায় বিএনপি কখনো যাবে না। বিএনপি নির্বাচনে যাবে এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই বিএনপি নির্বাচনে যাবে। জনগণও চায় না, বেগম খালেদা জিয়াকে কারাবন্দি থাকতে বিএনপি নির্বাচনে অংশ নিক।

তিনি বলেন, বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে ততবার গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছে। মুক্তিযুদ্ধের অর্জন যা কিছু হারিয়ে গেছে- তা আওয়ামী লীগের কারণে।

সারাবাংলা/এসও/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর