Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, সাংবাদিকের নামে ৫৭ ধারায় এজাহার


৬ জুলাই ২০১৮ ২২:০৩ | আপডেট: ৬ জুলাই ২০১৮ ২২:২২

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

ঢাবি: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় সাংবাদিক শামীমা বিনতে রহমানের নামে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলার জন্য এজাহার দেওয়া হয়েছে। পুলিশ বলেছে, আইজিপি অনুমতি দিলে এটি মামলা হিসেবে রেকর্ড করা হবে।

শুক্রবার (৬ জুলাই) রাতে ছাত্রলীগ নেতা মো. ফুয়াদ হোসেন, মো. সুজন শেখ, এম. সাচ্চু আহমেদ ও মো. আহসান হাবীব সজীব রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ জমা দেন।

৫৭ ধারার অপব্যবহার রুখতে গত বছর আওয়ামী লীগের তৃণমূল নেতাদের নির্দেশ দেওয়া হয়, এই ধারায় মামলা করতে হলে কেন্দ্রীয় আওয়ামী লীগের পূর্বানুমতি নিতে হবে। দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকরা নিরলস পরিশ্রম করেন, তাই তাদের মর্যাদা রক্ষা করতে একইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়, সাংবাদিকদের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করতে হলে সংশ্লিষ্ট থানাকে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) অনুমতি নিতে হবে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৩ জুলাই রাতে শামীমা বিনতে রহমান তার ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন। সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কিছু মিথ্যা, অশ্লীল ও মানহানীকর বক্তব্য দেন- যা একজন প্রধানমন্ত্রী ও নারী হিসেবে তার জন্য চরম অবমাননাকর এবং ভাবমূর্তির প্রতি চরম আঘাত হানে। এর মাধ্যমে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ ধারায় অপরাধ করেছেন।

এই প্রসঙ্গে শাহবাগ থানার ও‌সি তদন্ত জাফর আলী বিশ্বাস সারাবাংলাকে ব‌লেন, এজাহার হ‌য়ে‌ছে, সি‌নিয়র‌দের স‌ঙ্গে কথা ব‌লে মামলা কার্যকর হ‌বে।

সারাবাংলা/কেকে/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

৫৭ ধারা

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর