Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা সংকট: ১০ কোটি ডলার অনুদান এডিবি’র


৬ জুলাই ২০১৮ ১৫:৪৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তা করতে ১০ কোটি ডলার অনুদান দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। মৌলিক অবকাঠামোগত উন্নয়ন এবং সেবা দিতে মোট ২০ কোটি টাকার মধ্যে প্রথম পর্যায়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ ১০ কোটি টাকার অনুদান অনুমোদন দেয়।

“গত বছরের আগস্ট মাসের শেষ দিক থেকে সীমান্ত পেরিয়ে এখন পর্যন্ত ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এই বিপুল জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় স্থানীয় অবকাঠামো এবং অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। বিতাড়িত রোহিঙ্গাদের কক্সবাজারে ৩২টি ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের খাদ্য, নিরাপদ পানি, বাসস্থান, শৌচাগার, চিকিৎসা দেওয়া ইতোমধ্যে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”

এডিবি প্রেসিডেন্ট টেকহিকো নাকাও বলেন, “ইতোমধ্যে বিশ্বব্যাংকসহ অন্যান্য দাতা সংস্থা এই মানবিক সংকট বিবেচনা করে বাংলাদেশ সরকারের পাশে দাঁড়িয়েছে। আদর্শের জায়গা থেকে এডিবি’র প্রকল্পের প্রথম পর্যায়ের অনুদান দেওয়া হচ্ছে। এতে করে খাদ্য সংকট, রোগ এবং অন্যান্য ঝুঁকি কমবে।

এর আগে মে মাসে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এডিবিকে পাশে দাঁড়াতে আহ্বান জানান।

এডিবি’র সহায়তায় প্রধান্য পাচ্ছে, পানি সরবরাহ, শৌচাগার, দুরে্যাগ ব্যবস্থাপনা ঝুঁকি, বিদ্যুৎ এবং সড়ক। এই প্রকল্পের আওতায় সড়ক নির্মাণ করে প্রয়োজনীয় খাবার সুষ্ঠুভাবে বণ্টন করতে ক্যাম্পগুলোকে খাদ্য গুদামের সঙ্গে সংযুক্ত করা হবে। পাশাপাশি হাসপাতাল, শিক্ষা সেবা পৌঁছে দেওয়ার বিষয় অগ্রাধিকার পাবে। বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ করতে পাইপলাইন ও ছোট আকারে পানি পরিশোধনাগার নির্মাণ করা হবে। সোলার এবং ছোট গ্রিড স্থাপন করে সড়ক বাতি জ্বালানো হবে।

বিজ্ঞাপন

এডিবি প্রত্যাশা করছে, এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের দুরে্যাগ মোকাবেলার সক্ষমতা বাড়বে। প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ২০ লাখ ডলার। এর মধ্যে আড়াই বছরে এডিবি দেবে ১০ কোটি ডলার এবং বাকি ২০ লাখ ডলার দেবে বাংলাদেশ সরকার। প্রথম পর্যায়ের কাজ শেষ হলে এডিবি বাকি ১০ কোটি ডলার অনুদানের অর্থ ছাড় দেবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (৬ জুলাই) এসব তথ্য জানায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি।

সারাবাংলা/এটি/জেএএম

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর