Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেকোনো সমস্যা মোকাবিলার ক্ষমতা বাংলাদেশের আছে: প্রধানমন্ত্রী


২৪ ডিসেম্বর ২০১৭ ১২:০৭ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:২১

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা :  চট্টগ্রামের নেভাল একাডেমিতে বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন শেষে এক ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, `বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। যেকোনো সমস্যা মোকাবিলার ক্ষমতা বাংলাদেশের আছে।’

রোহিঙ্গা ইস্যুর প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, `মিয়ানমার থেকে ১০ লাখ রোহিঙ্গা এসেছে।আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা  রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করতে পেরেছি। মিয়ানমারের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা কমিটি করেছি। তাদের দেশে ফিরিয়ে দেওয়া আমাদের লক্ষ্য। আশা করি, আমরা সেটা করতে পারব।’

নৌ বাহিনীর উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌবাহিনীর গুরুত্ব অনুধাবন করতে পেরেছিলেন। ৬৬ সালে যখন ছয় দফা দাবি দিয়েছিলেন তখন তিনি চেয়েছিলেন নৌবাহিনীর হেডকোয়ার্টার যেন বাংলাদেশে হয়। কিন্তু পাকিস্তান সেই দাবি রাখেনি। এখন তো আমরা স্বাধীন দেশ।’

কমিশনপ্রাপ্ত নৌ অফিসারদের প্রতি তিনি বলেন, ‘আজকে যারা কমিশন পেয়েছ তাদের আমি ধন্যবাদ জানাই। ২১ জন মহিলা কর্মকর্তাও কমিশন পেয়েছে। এটা বিরাট দৃষ্টান্ত। ’

তিনি আরও বলেন, ‘তোমাদের কুচকাওয়াজ চমৎকার হয়েছে। তোমাদের উজ্জ্বল তারুণ্য আমাকে আশাবাদী করেছে। তোমাদের অভিভাবককেও অভিনন্দন জানাই।’

শেখ হাসিনা বলেন, ‘২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আমরা ৫ বছর ক্ষমতায় ছিলাম। নৌবাহিনীর উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছিলাম। কিন্তু তেমন কিছুই করতে পারিনি। ২০০৯ সাল ক্ষমতায় এসে আমরা মিয়ানমার-ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিশাল সমুদ্রসীমা জয় করেছি।’

বিজ্ঞাপন

‘এই সমুদ্রসীমা আমাদের সম্পদ। এই সম্পদ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবহার করতে হবে। আমরা তার উদ্যোগ নিয়েছি-’ বলেন শেখ হাসিনা।

সারাবাংলা/একে/আইজেকে

 

নেভাল_একাডেমি নৌবাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর