Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার রিভিউ শুনানি ৯ জুলাই


৫ জুলাই ২০১৮ ১৬:২০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ৩১ জুলাইয়ের মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আপিল নিষ্পত্তির নির্দেশ দিয়ে আপিল বিভাগের দেওয়া আদেশ পুনবিবেচনা (রিভিউ) আবেদনের শুনানি ৯ জুলাই দিন ঠিক করেছেন চেম্বার আদালত।

বৃহস্পতিবার (৫ জুলাই) চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ দিন নির্ধারণ করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান আর খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত ১২ মার্চ চার মাসের অন্তবর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্র ও দুদক আপিল দায়ের করলে আপিল বিভাগ তার জামিন বহাল রাখেন তবে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন।

আপিলের এ আদেশের পুনবিবেচনা (রিভিউ) আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। বৃহস্পতিবার চেম্বার আদালত বিষয়টি শুনানির জন্য ৯ জুলাই দিন নির্ধারণ করে পূর্নাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি অরফানেজ মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। রায়ের পরে থেকে তিনি পুরানো ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

সারাবাংলা/এজেডকে/এমআই

খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর