Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের ১৬ হাজার টিকেট অবিক্রিত, হজযাত্রায় বাড়ছে অনিশ্চয়তা


৪ জুলাই ২০১৮ ২১:৩২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আর মাত্র ১০ দিন পর শুরু হবে চলতি বছরের হজ ফ্লাইট। অথচ বিমান বাংলদেশ এয়ারলাইন্সের ১৬ হাজার টিকেট এখনো অবিক্রিত রয়ে গেছে। আর এতে বাড়ছে করে হ্জ যাত্রায় অনিশ্চয়তা।

কেননা, এবছর সৌদি সরকার ঘোষণা দিয়েছে, কোনো কারণে বিমানের ফ্লাইট বাতিল হলে অতিরিক্ত স্লট তারা বরাদ্দ দেবে না হজ যাত্রীদের জন্য।

বিমান বাংলাদেশ সূত্র জানায়, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হ্জ পালন করতে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। যার মধ্যে শতকরা ৫০ ভাগ যাত্রী যাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। আগামী ১৪ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে এসব যাত্রীদের সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। ৬৩ হাজার ৬শ’ জন হজ যাত্রীর জন্য প্রস্তুত রয়েছে ১৮৭টি ফ্লাইট। এর মধ্যে ১৫৫টি ডেডিকেটেড ফ্লাইট ও বাকি ৩২টি রয়েছে শিডিউল ফ্লাইট।

সূত্রা আরো জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবছর হ্জ যাত্রার টিকেট বিক্রি শুরু করেছে ২৭ মে থেকে। যিনি আগে যাবেন, তিনি আগে পাবেন। অথচ এদিন (৪ জুলাই) সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকেটি বিক্রি হয়েছে ৪৫ হাজার ৭৭৯টি। এখনো অবিক্রিত রয়েছে গেছে ১৬ হাজার টিকেট।

শেষ মুহূর্তের জটিলতা এড়াতে ইতোমধ্যে বিমান কর্তৃপক্ষ সব হ্জ এজেন্টদের অনুরোধ জানিয়েছে তারা যেন হজ গমনেচ্ছুদের জন্য টিকেটগুলো কিনে নেন। কেননা, এবার কেউ টিকেট কিনতে ব্যর্থ হলে তার হ্জযাত্রা অনিশ্চিত হয়ে যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ( জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, গত বছর যাত্রীর অভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৪টি ফ্লাইট বাতিল করতে হয়েছিল। যার কারণে বিমান বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএ/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

হজযাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর