Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের ধাক্কায় উল্টে গেল গার্মেন্টস শ্রমিকদের বাস


২৪ ডিসেম্বর ২০১৭ ১০:০১ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:২১

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোডে শিমরাইল মোড় এলাকায় গার্মেন্টকর্মী বহনকারী বাস উল্টে ২০ নারী আহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, আহতদের অবস্থা গুরুতর নয়। তাদের প্রাথমিক চিকিৎসা চলছে।

আহতদের কাছ থেকে জানা যায়, সকালে তারা রায়েরবাগ বাসস্থান থেকে আদমজী ক্যানটনমেন্টে অবস্থিত ডিএমডি গার্মেন্টসে যাচ্ছিল।  আসার পথে বাসটি চিটাগাং রোডে ইউটার্ন নেওয়ার সময় একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় বাসটি উল্টে যায়। এতে জেসমিন, পারুল, শাহনাজ, খালেহা, রেহানা, আসমা ও রুনাসহ ২০ জন আহত হন।

বাসটিতে মোট ৫০ জন যাত্রী ছিল।

সারাবাংলা/এসএ/একে

পোশাক শ্রমিক সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর