Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতে চলতে খুলে গেল জবি বাসের চাকা, অল্পে রক্ষা পেল শিক্ষার্থীরা


৪ জুলাই ২০১৮ ২০:২৭

।। জগেশ রায়, ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

জবি: শিক্ষার্থীদের নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে মিরপুর-১৪ উদ্দেশে রওয়ানা হয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশ্ববিদ্যালয়ের দ্বিতল বাস ‘উত্তোরণ’। গুলিস্তানের গোলাপ শাহ-এর মাজার পর্যন্ত ঠিকই ছিল সব, পুলিশ সদর দফতরের সামনে হঠাৎ বাসের চাকা খুলে যায়।

আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত নামতে গিয়ে এসময় কয়েকজন আহত হন। তবে অল্পে রক্ষা! গুরুতর আহত হয়নি কেউ। বুধবার (৪ জুলাই) এই ঘটনা ঘটে ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সংশ্লিষ্টদের গাফিলতির কারণেই এমন হয়েছে। অল্পের জন্য রক্ষা পাওয়া গেছে আজ, প্রাণহানির মত বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় গাড়িগুলো অধিকাংশই ফিটনেসবিহীন। গাড়িগুলোর ফিটনেস চেক করা হয় কি না সেটা নিয়েও আমরা সন্দিহান। গাড়ি বের করার আগে যদি চেক করা হতো তাহলে তো এরকম হওয়ার কথা না!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

এ বিষয়ে জানতে চাইলে জবির পরিবহন পুলের পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ সারাবাংলাকে বলেন, এটা সত্যিই অপ্রত্যাশিত। যেহেতু আমরা একটি সরকারি প্রতিষ্ঠানকে (বিআরটিসি) টাকা দেই, তাদেরও উচিত সঠিক সেবা দেওয়া। সরকারি পরিবহন সংস্থার বাস যদি এমন হয় তাহলে আমরা যাব কার কাছে! আগামীকালই এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর