Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরাগ থেকে মাদক বিক্রেতা দম্পতি গ্রেফতার


৪ জুলাই ২০১৮ ১৫:০৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে মাদক বিক্রেতা দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাব-১। এরা হলেন, মো. আলম ওরফে গাঁজা আলম (৫২) ও তার স্ত্রী মমতাজ বেগম (৩৫)। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা বিক্রির ২২ হাজার ৫৮০ টাকা জব্দ করা হয়।

বুধবার (৪ জুলাই) বেলা ১২টার দিকে র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন। এর আগে মঙ্গলবার রাতে রাজাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তিনি জানান, আলম ও তার স্ত্রী ১২ বছর ধরে মাদক বিক্রি করে আসছিলেন। আলমের নামে ১৭টি ও মমতাজের নামে ৩টি মামলা রয়েছে। অনেক দিন ধরে তাদের খোঁজা হচ্ছিল।

সারাবাংলা/ইউজে/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

মাদক বিক্রেতা গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর