Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের মেঘ ‘চুরি’ করেছে ইসরায়েল


৪ জুলাই ২০১৮ ১৪:৫৪ | আপডেট: ৪ জুলাই ২০১৮ ১৪:৫৯

।। সারাবাংলা ডেস্ক।।

ঢাকা: ইরানি সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছেন তাদের আকাশের মেঘ চুরি করেছে ইসরায়েল। এর ফলে আবহাওয়ার পরিবর্তন হয়েছে ও খরা দেখা দিয়েছে।

ইরানের সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি জলবায়ু পরিবর্তনের জন্য ইসরায়েলকে সন্দেহ করছেন।

জালালি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের পেছনে বিদেশি হস্তক্ষেপ রয়েছে।’ ইরানের বৈজ্ঞানিক গবেষণার ফলাফলে এমনটির প্রমাণ মিলেছে বলে দাবি করেন তিনি।

এক পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে জালালি বলেন, ‘আফগানিস্তান ও মধ্যবর্তী অঞ্চলের ৭২০০ ফুট পার্বত্য এলাকা বরফে ঢেকে গেছে। কিন্তু ইরান এর ব্যতিক্রম। এতে প্রমাণ হয় ইরানের মেঘ ও বরফ চুরি হয়েছে।’

ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালির এমন দাবির পরিপ্রেক্ষিতে ইরানের মেট্রোলজিক্যাল সার্ভিসের প্রধান আহাদ ভাজাইফ বলেছেন, জালালি যে দাবি করেছেন নিশ্চয় তার পক্ষে তথ্য-প্রমাণাদি আছে, যা আমাদের জানা নেই। তবে আবহাওয়া বিজ্ঞানের মতে এক দেশের মেঘ অন্য দেশের চুরি করার সুযোগ নেই বলে দাবি করেন তিনি।

আহাদ ভাজাইফ আরও বলেন, ‘ইরান দীর্ঘদিন ধরে খরা কবলিত এবং এটি বৈশ্বিক প্রেক্ষাপটের ফলেই হচ্ছে। মেঘ চুরির মতো এরকম সংশয় প্রকৃত সমস্যার সমাধান দেবে না বরং আমাদের নিজেদেরকে সমাধান বের করতে হবে।’

নিজ দেশের মেঘ চুরির সন্দেহটি ইরানের পক্ষে নতুন কিছু নয়।

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০১১ সালে দাবি করেছিলেন ইরানের এই খরার পেছনে পশ্চিমা দেশগুলোর হাত রয়েছে।

তিনি দাবি করেছিলেন ইউরোপীয় দেশগুলো তাদের ভূখণ্ডে মেঘ থেকে বৃষ্টি ঝরাতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করছে।

বিজ্ঞাপন

‘এর ফলে আমাদের দেশ খরার মুখে পড়েছে। পশ্চিমা দেশগুলোর এই প্রবণতা উদ্দেশ্যপ্রণোদিত এবং শত্রুরা আমাদের দেশ থেকে মেঘ সরিয়ে নিচ্ছে। মেঘচুরির এই যুদ্ধ মোকাবিলায় ইরান সফল হবে’ বলে মন্তব্য করেছিলেন আহমাদিনেজাদ। সূত্র: ডেইলি মেইল।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর