Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিসিক নির্বাচন: কামরানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ


২ জুলাই ২০১৮ ২১:৩৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

সিলেট ব্যুরো: ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে (নির্বাচন আচরণ) বিধিমালা লঙ্ঘনের অভিযোগ করেছে বিএনপি।

সোমবার (২ জুলাই) সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আলিমুজ্জামানের কাছে সিলেটে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে নির্বাচন কমিশনে অভিযোগ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

আলী আহমদ সারাবাংলাকে বলেন, অভিযোগের সঙ্গে আমরা প্রমাণও উপস্থাপন করেছি। তবে কামরান এসব অভিযোগ প্রসঙ্গে বলেছেন, নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতে বিএনপি শুরু থেকে নানা ফন্দি করছে। এরই অংশ হিসেবে তারা অভিযোগ দিয়েছে।

অভিযোগপত্রে লেখা হয়েছে, ‘আপনার সদয় অবগতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নিমিত্তে জানাচ্ছি যে- আসন্ন সিলেট সিটি নির্বাচনের তফসিল ঘোষণা হলেও যেহেতু এখনও প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়নি। তাই নির্বাচনের বিধি অনুযায়ী কেউই প্রচারণায় অংশগ্রহণ করতে পারেন না। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, সিলেট সিটি করপোরেশনের সরকার দলীয় মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও তার পক্ষে তারই স্ত্রী আসমা কামরান এবং যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের নিয়ে মেয়র প্রার্থী বদরউদ্দীন আহমদ কামরানের ছেলে আরমান আহমদ শিপলু নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে লিফলেট বিতরণসহ প্রচারণা চালাচ্ছেন। যা বিভিন্ন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।’

অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, ‘নির্বাচনের প্রথম ও প্রধান শর্ত যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করা। কিন্তু নির্বাচন কমিশনের নির্লিপ্ততা নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি হয়ে যাচ্ছে। সিলেট সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে নৌকা প্রতীকের পক্ষে যারা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আরিফের পক্ষে ওই অভিযোগে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানানো হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর