Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদার মুক্তির দাবিতে ৪ জুলাই কালো পতাকা মিছিল


২ জুলাই ২০১৮ ১৮:০৬

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে আগামী ৪ জুলাই সুপ্রিম কোর্ট এবং দেশের সব বারে কালো পতাকা উত্তোলন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সোমবার (২ জুলাই) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সভাপতির কক্ষের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এই কর্মসূচি ঘোষণা করেন।

এদিন খালেদা জিয়ার কারামুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচি থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, গ্রেফতার-হামলা করে কোনো আন্দোলন দমন করা যায় না। এর আগে এরশাদ চেষ্টা করে পারেননি। বর্তমান সরকারও পারবে না। কুমিল্লার মামলায় সব আসামি জামিনে আছে। অথচ খালেদা জিয়াকে জামিন দেওয়া হয়নি। আমরা আশা করেছিলাম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন। কিন্তু তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

অ্যাডভোকেট রফিকুল ইসলাম রাজার সঞ্চালনায় অবস্থান কর্মসূচি আরো বক্তব্য রাখেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট সানাউল্যা মিয়া।

সারাবাংলা/এজেডকে/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

কালো পতাকা উত্তোলন ও বিক্ষোভ কর্মসূচি খালেদা জিয়া বিএনপিপন্থী আইনজীবী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর