Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে একই পরিবারের ১১ জনের মরদেহ উদ্ধার


১ জুলাই ২০১৮ ১২:১৬ | আপডেট: ১ জুলাই ২০১৮ ১৫:২৯

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ঢাকা: ভারতের রাজধানী দিল্লির বুরারি এলাকার একটি বাড়িতে একই পরিবারের ১১ জনের মরদেহ পাওয়া গেছে। তাদের কয়েক জনের মৃতদেহ লোহার গ্রিলের সঙ্গে ঝুলাছিল। কারও কারও শরীর মেঝে হাত-মুখ-চোখ বাঁধা অবস্থায় শায়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১ জুলাই) সকালে এনডিটিভি জানিয়েছে, বুরারি এলাকার একটি বাড়িতে মরদেহগুলো পাওয়া গেছে। নিহতদের মধ্যে চারজন পুরুষ, সাতজন নারী রয়েছেন।

নিহতদের মধ্যে ৭০ বছর বয়স্ক একজন বৃদ্ধার হত্যার বিষয়টি নিশ্চিত করা গেছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পুলিশের বলেছে, বাকিদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। কোনো আত্মহত্যার নোট পাওয়া যায়নি।

ঘটনার প্রথম প্রত্যক্ষদর্শী গুরুচরণ সিং বলেন, পরিবারটি প্রতিদিন সকাল ৬ টায় তাদের দোকান খুলতো। কিন্তু আজ ৭ টা ৪৫ পর্যন্ত তাদের দোকান বন্ধ পাওয়া যায়। পরে বাসায় গিয়ে তাদের মৃতদেহ পরে থাকতে দেখা যায়। পরিবারটির কোন রকম অর্থনৈতিক সমস্যা বা পারিবারিক কলহের কথা  জানা নেই প্রতিবেশীদের।

পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধানের চেষ্টা করে যাচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

৪৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১২ জানুয়ারি ২০২৫ ২২:৩১

আরো

সম্পর্কিত খবর