আরেক দফা সুযোগ পাচ্ছে একাদশে ভর্তিচ্ছুরা
২৭ জুন ২০১৮ ২০:২০ | আপডেট: ২৭ জুন ২০১৮ ২১:০৬
।। মেসবাহ শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: একাদশ শ্রেণিতে শেষবারের মতো ভর্তির সুযোগ পাচ্ছে বাদ পড়া প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থী। এর আগে তিন দফা সুযোগ দেওয়া হলেও এসব শিক্ষার্থী ভর্তি হতে পারেনি। ফলে বিশেষ বিবেচনায় এসব শিক্ষার্থীকে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় গঠিত ভর্তি কমিটি।
মঙ্গলবার (২৭ জুন) শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, এ পর্যন্ত তিন দফায় একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়া হলেও মোট ২৮ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী কোনো কলেজেই ভর্তির সুযোগ পায়নি। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ৯১৩ জন শিক্ষার্থীও রয়েছে। বাদপড়া এসব শিক্ষার্থীকে সুযোগ দিতেই চতুর্থ দফা আবেদনের সুযোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, সারাদেশের মোট ১০৩৬ টি কলেজে এখনো পর্যন্ত একাদশ শ্রেণিতে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। এর মধ্যে ১৭৩টি কলেজ কোনো শিক্ষার্থী আবেদন করেনি। আর ৮৬৬টি কলেজ ভর্তির সুযোগ দিলেও শিক্ষার্থী পায়নি। তবে আরো দুই দফা ভর্তির সুযোগ রয়েছে। শেষ পর্যন্ত শিক্ষার্থী শূন্য থাকলে কলেজগুলো বন্ধ করে দেওয়ার আভাস দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের কর্মকর্তারা।
একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গত রোববার তৃতীয় দফায় ভর্তির মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে নতুন করে ১ লাখ ৫ হাজার ৪১২ জন ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। তবে ২৮ হাজার ৬৬৭ জন ভর্তির সুযোগ বঞ্চিত রয়েছেন। এর মধ্যে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯১৩ জন শিক্ষার্থী রয়েছেন। প্রথম দফায় ১৩ লাখ ১৯ হাজার ৬৭৫ জন ভর্তি হতে আবেদন করে। এর মধ্যে ১০ হাজার ভুয়া আবেদন চিহ্নিত করেছে ভর্তি কমিটি।
এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. হারুন-আর-রশিদ বলেন, পছন্দের ক্ষেত্রে শিক্ষার্থীরা নামি কিছু কলেজকে বেছে নিচ্ছে। যে কারণে ওইসব কলেজের আসন প্রথম দফায়ই পূরণ হয়ে যাচ্ছে। বাকিদের অন্য কলেজে ভর্তির পরামর্শ দেওয়া হলেও তারা তা পছন্দ করছে না।
তিনি আরো বলেন, ভালো কলেজে যে সংখ্যক আসন তার থেকে বেশি সংখ্যক শিক্ষার্থী পাস করছে। ফলে একটা জট সৃষ্টি হচ্ছে। তবে আমরা মেধাবীদের ভালো মানের কলেজে ভর্তির জন্য চেষ্টা করছি।
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে জানা যায়, নীতিমালা অনুযায়ী ভর্তি নিশ্চয়ন শেষে আগামী ৩০ জুন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। তবে এর আগেই রাজধানীর ব্যাণিজ্যিক কলেজগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির জন্য অর্থ আদায় করেছে বলে অভিযোগ রয়েছে।
নিশ্চয়ন শেষে এক যোগে সারাদেশে ভর্তি করার নির্দেশনা থাকলেও রাজধানীসহ সারাদেশের অসংখ্য কলেজ তা লঙ্ঘন করছে বলে জানা গেছে।
বোর্ড সূত্রে জানা গেছে, রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ, মির্জা আব্বাস কলেজ, মুন্সী আব্দুর রউফ কলেজ, মাইলস্টোন কলেজসহ আরো অনেক কলেজ শিক্ষার্থীদের জোর করে ভর্তি করেছে।
এ বিষয়ে নাম গোপন রাখার স্বার্থে উত্তরার মাইলস্টোন কলেজের একজন শিক্ষক জানান, তাদের কলেজে বিপুল সংখ্যক শিক্ষার্থী ভর্তি আবেদন করেছে। পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের কাছ থেকে নির্দিষ্ট হারে ফি আদায় করা হচ্ছে।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সারাদেশে মোট ১৬ হাজার ৪০৬টি কলেজে অনলাইনে ভর্তির আবেদন নেওয়া হয়। প্রথম দফায় ২ হাজার ৩৬১টি কলেজে শিক্ষার্থী পেলেও ১৭৩টি কলেজে কোনো শিক্ষার্থী আবেদন করেনি।
ভর্তি নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বমোট পাঁচটি কলেজ ভর্তি জন্য পছন্দ করতে পারবে। সে অনুযায়ী, শিক্ষার্থীরা ৮৬৬টি কলেজ পছন্দের তালিকায় রাখলেও অন্য কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। মেধা অনুযায়ী বোর্ড থেকে কলেজ নির্ধারণ করে দেওয়ায় ৮৬৬টি কলেজ শিক্ষার্থী শূন্য রয়েছে। শেষ পর্যন্ত যদি এসব কলেজে কেউ ভর্তি না হয় তবে সেগুলো বন্ধ করে দেওয়া হতে পারে বলে ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে।
সারাবাংলা/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook