Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুর্যোগ মোকাবিলা করে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা ধরে রেখেছে বাংলাদেশ’


২২ জুলাই ২০২০ ০২:২৭

ঢাকা: করোনাভাইরাসের প্রাদুর্ভাব, সুপার সাইক্লোন আম্পান ও সাম্প্রতিক বন্যা মোকাবেলা করেও বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে পেরেছে বলে মন্তব্য করেছেন কৃষিখাতের বিশেষজ্ঞরা। মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত ওয়েবিনার ‘বিয়ন্ড দ্যা প্যানডেমিক’ এর দ্বাদশ পর্বে অংশ নিয়ে আলোচকরা তাদের বক্তব্যে এমন মন্তব্য করেন।

মঙ্গলবার রাত সাড়ে আটটায় শুরু হওয়া এ ওয়েবিনার বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি প্রচারিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ।

বিজ্ঞাপন

আলোচনায় অংশ নিয়ে সূচনা বক্তব্যে কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেন, ‘করোনা মহামারিতে সারাদেশের মানুষ একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, মানুষ অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে বিপর্যস্ত। এরই মাঝে দেশে বন্যার ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। বন্যার ভয়াবহতায় যাতে কৃষিখাত ক্ষতিগ্রস্ত না হয় তাই আমরা বন্যাক্রান্ত প্রায় ৩৩টা জেলার কৃষি বিষয়ক কর্মকর্তা, মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে আলোচনা, পর্যালোচনা করেছি, দিক নির্দেশনা দিয়েছি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার সংকটে জাতির উদ্দেশ্যে যতগুলো ভাষণ দিয়েছেন, ভিডিও কনফারেন্স করেছেন প্রতিটি জায়গায় তিনি কৃষিতে স্বাস্থ্যের পরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।

প্রফেসর এমিরেটাস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক উপাচার্য ড. এম এ সাত্তার মন্ডল বলেন, ‘এতকিছুর মধ্যেও ভালো খবর হলো আমাদের কৃষিতে উৎপাদন ব্যবস্থাতে একটা লক্ষণীয় পরিবর্তন এসেছে। আর এই পরিবর্তনটা হলো ১ কোটি ৬৫ লাখ কৃষক পরিবার যে ক্ষুদ্র ক্ষুদ্র আঙ্গিকে চাষাবাদ করতো সেটা এখনো আক্ষরিক অর্থে আছে। কিন্তু কার্যত একটি ঘটনা ঘটে গেছে। যে ব্যক্তি পর্যায় থেকে একটি সার্ভিস প্রোভাইডার বা মার্কেট-লেড উৎপাদন ব্যবস্থা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশে এসেছে। যা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা বাণিজ্যিক কৃষির সঙ্গে খুব সংগতিপূর্ণ।

বিজ্ঞাপন

বাকৃবির উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, ‘১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয় তখন আপনারা দেখবেন বঙ্গবন্ধু কিন্তু কৃষির উপর বেশি গুরুত্ব দিয়েছেন। যার ফলশ্রুতিতে আমাদের আজকের যিনি কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক উনার নেতৃত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পদার্পণ করেন।

বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান বলেন, ‘মৎস্য যে সমস্ত জায়গায় বিচরণ করে যে প্রজনন কেন্দ্র সে মাছগুলো যেহেতু যে হ্যাচারির মালিক আছেন তারা তুলে আনতে পারেননি, যেহেতু সাপ্লাই চেইনটা ভালো ছিলো না, সেখানে মৎস্য প্রজনন বৃদ্ধি পেয়েছে। একইভাবে যদি উন্মুক্ত জলাশয়েরগুলো বলা হয়, সেখানে কিন্তু শিল্পকারখানা বন্ধ থাকা বা বেপরোয়া ভাবে মাছ ধরে ফেলা বা পোনা মাছ ধরে ফেলা এগুলো এবার হয়নি।’

বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বলেন, ‘কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনায় এসেছে এক ব্যাপক পরিবর্তন। ফলশ্রুতিতে বাংলাদেশের স্বাধীনতার পর জনসংখ্যা দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পেলেও খাদ্য উৎপাদন বেড়েছে প্রায় চারগুণ। এখন আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। শুধু তাই নয় বাংলাদেশে ধান উৎপাদনে বিশ্বে তৃতীয় । এখন আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ। সরকারের ধারাবাহিকতা আছে বলেই খাদ্য উৎপাদন খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে দেশের সার্বিক উন্নয়ন আজ দৃশ্যমান।’

ওয়েবিনারটি আওয়ামী লীগের সামাজিক মাধ্যম ছাড়াও বিজয় টিভির পর্দায় ও ফেসবুক পেইজ, সারাবাংলাডটনেট, বিডিনিউজ২৪, সমকাল, ইত্তেফাক, ভোরের কাগজ, যুগান্তর, বাংলানিউজ২৪, জাগোনিউজ২৪, বার্তা২৪, সারা বাংলা, বাংলাদেশ জার্নাল এবং চ্যানেল আই’র ফেসবুক পেইজে প্রচারিত হয়।

আওয়ামী লীগ বিয়ন্ড দ্য প্যানডেমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর