বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
৩০ নভেম্বর ২০১৯ ২০:২৩ | আপডেট: ১ ডিসেম্বর ২০১৯ ০০:৫৫
ঢাকা: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান উপস্থিত আছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, নিয়মিত পাক্ষিক আয়োজনের অংশ হিসেবে এ বৈঠক ডাকা হলেও অন্তত ১৩টি এজেন্ডা এতে আলোচনা হচ্ছে।
এজেন্ডাগুলোর মধ্যে অন্যতম হলে- খালেদা জিয়ার স্বাস্থ্য, তার মামলা, আগামী ৫ ডিসেম্বর খালেদা জিয়ার মামলার শুনানি, আইনি লড়াইয়ের বিভিন্ন দিক, সংগঠনের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হচ্ছে আজকের বৈঠকে।
বিস্তারিত আসছে…