Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ত্রাণ তদারকি সভা আওয়ামী লীগের


২৪ জুলাই ২০১৯ ০২:২৮ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০৩:১৯

ঢাকা: বন্যাকবলিত জনগণের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সমন্বয় তদারকি সভায় সংশ্লিষ্ট সকলকে ক্ষমতাসীন দলের পক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের নেতাদের বৈঠক চলাকালে ফোন করে এমন নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ওবায়দুল কাদের শুধু দলের সাধারণ সম্পাদক নয়, তিনি মন্ত্রিসভার একজন সিনিয়র সদস্য। প্রধানমন্ত্রী ও দলের সভাপতি এখন দেশের বাইরে আছেন। তাই দলের সাধারণ সম্পাদক তার সহকর্মীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়েছেন। যারা ত্রাণ দিতে গিয়েছিলেন তাদের অভিজ্ঞতা শুনেছেন ওবায়দুল কাদের। এছাড়া কোন এলাকায় কেমন ক্ষতিগ্রস্ত, কোন এলাকায় কোন ধরনের রিলিফ দরকার এ ব্যাপারেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিক-নির্দেশনা দেন। এ ব্যাপারে তিনি সেনাপ্রধান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন। যাতে ত্রাণ কার্যক্রমে সমন্বয় থাকে।’

বৈঠক সূত্রে আরও জানা যায়, বৈঠকে বন্যা কবলিত এলাকার পরিস্থিতির চিত্র তুলে ধরেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক এবং পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। বৈঠকে নেতারা বন্যাকবলিত মানুষের জন্য উঁচুস্থানে তাবু ও ঢেউটিনের মাধ্যমে অস্থায়ীভাবে ঘর তৈরি তাগাদা দেন এবং স্থানীয়ভাবে কার্যক্রম জোরদার করার মতামত দেন।

বিজ্ঞাপন

আর দেশের বাইরে অবস্থান করা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ সহায়তা বৃদ্ধি ও পদক্ষেপ গ্রহণে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবিরকে টেলিফোনে সোমবার নির্দেশনা দেন। দলীয় সভাপতির নির্দেশনাও বৈঠকে অবহিত করেন দলের এই দুই নেতা।

বৈঠকে ওবায়দুল কাদেরসহ আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য আমিরুল ইসলাম মিলন।

গত কয়েকদিন থেকে মৌসুমি বায়ুর প্রভাবে মাঝারি থেকে ভারি বর্ষণের পাশাপাশি উজান থেকে আসা বেশকিছু নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যা দুর্গতদের মাঝে সরকার ও স্থানীয়ভাবে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। ত্রাণ কার্যক্রম গতিশীল করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ছয়টি টিম গঠন করা হয়েছে। সারাদেশে এসব টিমের নেতারা বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ কার্যক্রম গতিশীল ও মনিটরিং করতে মাঠে নেমেছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় টিমের অংশ হিসাবে সোমবার জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে কুড়িগ্রামের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেন এবং স্থানীয় সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেন। এছাড়াও আওয়ামী লীগের অন্য একটি টিম সিরাজগঞ্জ ও বগুড়ায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেয়। দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইঝবাড়ীতে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

গত ১৩ জুলাই বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচি জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে ছয়টি টিম গঠন করে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর যৌথসভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীকে ত্রাণ বিতরণ কর্মসূচির সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছেন।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ প্রধানমন্ত্রী বন্যা শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর