বিএনপি নেতা হাসান মামুনকে তুলে নেওয়ার অভিযোগ
১৬ জুন ২০১৯ ০৪:৫২ | আপডেট: ১৬ জুন ২০১৯ ০৪:৫৩
ঢাকা: নিজের বাসা থেকে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। র্যাব সদস্যরা তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী।
তিনি জানান, শনিবার (১৫ জুন) রাতে রাজধানীর শান্তিনগর থেকে র্যাবের সদস্যরা তাকে তুলে নিয়ে যায়।
মামুনের পরিবারের বরাত দিয়ে রিজভী জানান, রাত ১১টার দিকে র্যাবের সদস্যরা মামুনকে বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
মামুনকে অবিলম্বে পরিবার সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রিজভী।
সারাবাংলা/একে