Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জিয়ার অপকীর্তির বিরুদ্ধে প্রথম বিজয়ের দিন ১২ জুন’


১১ জুন ২০১৯ ১৮:০৬

ওমর ফারুক, ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ১২ জুনকে জিয়ার অপকীর্তির বিরুদ্ধে প্রথম বিজয়ের দিন হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে যুবলীগ চেয়ারম্যান এ আহ্বান জানান।

ওমর ফারুক চৌধুরী বলেন, ‘স্বৈরাচারী সামরিক শাসক জিয়াউর রহমানের অপকীর্তির বিরুদ্ধে প্রথম বিজয়ের দিন হলো ১২ জুন।

সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ১৯৮১ সালের এ দিনে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনকে উদ্ধার করেছিলেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। এই উদ্ধারের মাধ্যমে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সংগ্রামে প্রথম বিজয় সূচিত হয়েছিল।

যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, ‘একনায়ক জিয়াউর রহমান শুধু জাতির পিতাকেই হত্যা করেননি, তিনি সামরিক শাসন জারি করে মুক্তিযুদ্ধের সমস্ত চেতনাকে ভুলুণ্ঠিত করেছিলেন। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধু ভবনের গেট সিলগালা করেছিল এবং কারও প্রবেশ নিষিদ্ধ করেছিল। ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সেই নিষেধাজ্ঞা বাতিলের জন্য জনমত গড়ে তুলেছিলেন। সেই জনমতের চাপে সাত্তার সরকার বাড়িটি হস্তান্তর করতে বাধ্য হয়। এই বাড়িটি শুধু বাড়ি নয়, এটি ইতিহাস এবং আমাদের চেতনার আকর। কাজেই এই বাড়ি উদ্ধারের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার ধারায় বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার সংগ্রামে প্রথম বিজয় সূচিত হয়েছিল।’

দেশবাসীকে আহ্বান জানিয়ে ওমর ফারুক চৌধুরী আরও বলেন, ‘বাঙালি চেতনায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং জাতির পিতায় বিশ্বাসী প্রত্যেকটি মানুষের এই দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা উচিত।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

জিয়াউর রহমান যুবলীগ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর