Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরমে অসুস্থ রিজভী


১০ জুন ২০১৯ ২৩:১৩

ঢাকা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রচণ্ড গরমে তিনি রোববার (৯ জুন) রাতে অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।

বিএনপির সহ-দফতর সম্পাদক সাইদুল ইসলাম টিপু সারাবাংলাকে জানান, রোববার তিনি বেশ কয়েকবার বমি করেন। একইসঙ্গে পেটব্যথাও ছিল।

পরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ এসে রিজভীর চিকিৎসা শুরু করেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েই রিজভীকে স্যালাইন দেওয়া হয়।

গত দেড় বছর ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন রুহুল কবির রিজভী।

সারাবাংলা/এজেড/একে

নয়াপল্টন রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর