Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগের বিষয়টি নিয়ে আলোচনা চলছে, শিগগিরই সমাধান: কাদের


১ জুন ২০১৯ ১৩:৪৭

ঢাকা: পূর্ণাঙ্গ কমিটি গঠনের জেরে ছাত্রলীগের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে তা অচিরেই মিটে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগের বিষয়টি অচিরেই সমাধান হবে। এ নিয়ে আলাপ-আলোচনা চলছে।’

শনিবার (১১ জুন) সকাল ১১টায় রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদযাত্রা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে মহাখালী বাস টার্মিনাল ও কাউন্টার ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি বিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়া মুক্তি পাবেন কি পাবেন না সেটি আদালতের বিষয়। এ নিয়ে তারা শান্তিপূর্ণ আন্দোলন করলে স্বাগত জানানো হবে। তবে সহিংস পরিস্থিতি সৃষ্টি হলে যা করতে হয় সরকার করবে।’

ঈদযাত্রা নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ঈদযাত্রা উপলক্ষে এখন পর্যন্ত দেশের কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর নেই। এবারের ঈদযাত্রা অন্য যে কোনো বারের চেয়ে স্বস্তির হবে।’

সারাবাংলা/এসএ/একে

আরও পড়ুন

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ১৯ পদ শূন্য ঘোষণা
রাজু ভাস্কর্যেই ঈদ করবেন ছাত্রলীগের পদবঞ্চিতরা!
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবে ছাত্রলীগ, পদবঞ্চিতদের বিক্ষোভ
মধুর ক্যান্টিনে মারামারির ঘটনায় ছাত্রলীগের ৫ নেতাকর্মী বহিষ্কার

ঈদযাত্রা ওবায়দুল কাদের কাদের ছাত্রলীগ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর