Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিতে চায়: দস্তগীর গাজী


২৫ মে ২০১৯ ২১:১৫

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বাংলাদেশের মানুষ সুখি ও সমৃদ্ধ দেশে বাস করছে। দেশের মানুষের জীবন উন্নত হয়েছে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়।

শনিবার (২৫ মে) বিকেলে নারায়ণগ‌ঞ্জের ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভুলতা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এই সংসদ সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিণত হবে। তবে উন্নত দেশে যেতে হলে দেশে বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সে লক্ষ্যেই দেশে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে ভুলতা ফ্লাইওভারও একটি মেগা প্রকল্প।’

তিনি বলেন, ‘আর কয়েকদিন পরই মুসলমানদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরকে ঘিরে দেশে জঙ্গি ও মাদক ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই জঙ্গি ও মাদক ব্যবসায়ীরা দেশের কোথাও যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে।’

ভুলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি তোফাজ্জল হোসেন মোল্লা, উপ‌জেলা প‌রিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মকবুল হোসেন, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, উপজেলা আওয়ামী ম‌হিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপ‌তি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক ইকবাল সিকদার, ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপ‌তি মোবারক হো‌সেন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদারসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

আওয়ামী লীগ গাজী দস্তগীর নারায়ণগঞ্জ বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর