Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো বাধা দেশকে পিছিয়ে দিতে পারবে না: দস্তগীর গাজী


২১ মে ২০১৯ ১৯:৩৬

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের যাত্রা শুরু করেছে। একের পর এক উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। কোনো বাধা দেশকে পিছিয়ে দিতে পারবে না।’

মঙ্গলবার (২১ মে ) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলে মন্ত্রী এ কথা বলেন। কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।

বিজ্ঞাপন

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দুর্নীতিমুক্ত ও ক্ষুধামুক্ত একটি দেশ উপহার দিতে চায়। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া বর্তমান সরকারের লক্ষ্য। বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকলকে ঐক্যের মাধ্যমে কাজ করতে হবে।’

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক ও মানবিক সকল সূচকে বাংলাদেশের উন্নয়ন অভূতপূর্ব। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত উন্নত দেশে পরিণত হবে।’

কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সভাপ‌তি নজরুল ইসলাম মাস্টারের সভাপ‌তিত্বে ও কাঞ্চন পৌরসভা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মফিজ উদ্দিন, কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার, উপজেলা মহিলা লীগের যুগ্ম সম্পাদক মিনারা বেগম, কাঞ্চন পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহমান লিটু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফ‌রিদ মাসুমসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

গোলাম দস্তগীর বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর