Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ এখন সাহায্য নেয় না, বরং দেয়: তথ্যমন্ত্রী


১২ এপ্রিল ২০১৯ ২২:২২

চট্টগ্রাম ব্যুরো: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে বর্তমানে মাথাপিছু আয় প্রায় ২ হাজার মার্কিন ডলার। মাথাপিছু আয়ের পাশাপাশি উৎপাদনও বাড়ছে। প্রায় ৩ লাখ মেট্রিক টন উদ্বৃত্ত আলুর উৎপাদন হচ্ছে। আমরা চাল রফতানি করছি। বাংলাদেশ এখন সাহায্য নেয় না, বরং সাহায্য দেয়।

চট্টগ্রামে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে শুক্রবার (১২ এপ্রিল) তথ্যমন্ত্রী এ সব কথা বলেছেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এ মেলার আয়োজন করে। মেলা চলবে ১৫ এপ্রিল রাত ১০টা পর্যন্ত।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতার সময় ঢাকা-চট্টগ্রামের গুরুত্ব একই থাকলেও ক্রমান্বয়ে কেন্দ্রীকরণের জন্য চট্টগ্রাম পিছিয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এই সত্য উপলব্ধি করে কর্ণফুলী টানেলের মতো একটি প্রকল্প বাস্তবায়ন করছেন, যেটি উপমহাদেশে প্রথম টানেল। চট্টগ্রামের মূল শহরের সমান জায়গা নিয়ে মিরসরাই ইকোনোমিক জোন করা হচ্ছে। তবে প্রশাসনিক সুবিধার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন ও সিটি করপোরেশনের আওতা বাড়ানোর প্রয়োজন।’

ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও খুলনা থেকে আমদানি অনুমোদন (আইপি) ইস্যু এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার মো. মাহাবুবুর রহমান বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে না পারলে উন্নত দেশের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে।’

বিজ্ঞাপন

বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেন, ‘১৯৭১ সাল থেকে ভারত বাংলাদেশের পাশে রয়েছে। বাংলাদেশে ভারতের লাইন অব ক্রেডিট প্রায় ৮ বিলিয়ন ডলার। যা এক্ষেত্রে যে কোনো দেশের মধ্যে সর্বোচ্চ। ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সম্পর্কের এ ধারা অব্যাহত থাকবে।’

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পার্টনার কান্ট্রি থাই প্যাভিলিয়ন, বিদেশি প্রতিষ্ঠান হিসেবে ভারতের সহকারী হাইকমিশন, এসএইচ কারুকর্ম, পিএনএল হোল্ডিংস লিমিটেড, রাজ টেক্সটাইল, স্টেপ ফুটওয়্যার, হাতিল কমপ্লেক্স লিমিটেড, আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস লিমিটেড এবং এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।

সারাবাংলা/আরডি/একে

তথ্যমন্ত্রী হাসান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর