Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদা জিয়ার অবস্থার উন্নতি হচ্ছে, আশা করি আরও হবে’


৬ এপ্রিল ২০১৯ ১৩:১৬

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেছেন,খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, তিনি ভালো আছেন। আশা করি, আরও ভালো হবে।’

শনিবার ( ৬ এপ্রিল) সারাবাংলাকে তিনি এ সব কথা বলেন।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসায় এ বিশ্ববিদ্যালয়ে ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক মো. জিলন মিঞা সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে আরও রয়েছেন, রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, ফিজিকেল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বদরুন্নেসা আহমেদ, কার্ডিলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তানজিলা পারভিন ও অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী ইকবাল মাহমুদ।

ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহমবুবুল হক সারাবাংলাকে বলেন, ‘তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, তিনি ভালো আছেন। গত বৃহস্পতিবার পর্যন্ত তাকে মেডিকেল বোর্ড দেখেছেন, তিনি ভালো ছিলেন। তিনি ওষুধ খাচ্ছেন, তার অবস্থার উন্নতি হচ্ছে।’

হাসপাতালে আসার পর থেকেই তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডের দেওয়া ওষুধ তিনি খাচ্ছেন, তার ঘুমও হচ্ছে।’

তবে তিনি ডায়াবেটিসে আক্রান্ত এবং এর জন্য সময় লাগবে জানিয়ে পরিচালক বলেন, ‘এটা নিয়ন্ত্রণে এসে যাবে। তিনি ভালো আছেন, আশা করি আরও ভালো হবেন।’

তবে গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে দেখতে যেতে পারেনি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএ/একে

খালেদা বিএনপি চেয়ারপারসন বিএসএমএমইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর